
প্রিন্ট: ০৩ জুলাই ২০২৫, ০৮:০৮ পিএম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ মে ২০২৫, ০২:৩৮ পিএম

মঞ্চে জুমার নামাজ আদায় আন্দোলনকারীদের, সমাবেশ শুরু
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর মিন্টো রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে ফোয়ারার সামনে অস্থায়ী মঞ্চে জুমার নামাজ আদায় করেছেন আন্দোলনকারীরা। শুক্রবার (৯ মে) দুপুরে নামাজের পর একই মঞ্চে শুরু হয় গণসমাবেশ।
সরেজমিনে দেখা গেছে, জুমার নামাজ শেষে আন্দোলনকারীরা ছোট ছোট মিছিল নিয়ে মঞ্চের সামনে জমায়েত হন। শুরু হয় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান ও বক্তৃতা।
বৃহস্পতিবার রাত ১০টা থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে যমুনার সামনে অবস্থান নেয় ছাত্র-জনতা। রাতভর তারা বিক্ষোভ চালিয়ে যান। শুক্রবার দুপুর ১২টার দিকে যমুনার সামনে থেকে আন্দোলনকারীরা সরাসরি মিন্টো রোডের ফোয়ারার সামনে চলে আসেন এবং সেখানে অবস্থান নেন।
আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
আন্দোলনের শুরু থেকেই যমুনার আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে যমুনার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়।