Logo
Logo
×

জাতীয়

যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের আশ্বাসকে হাসনাত আবদুল্লাহর ‘প্রহসন’ আখ্যা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৫, ১২:৩৬ এএম

যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের আশ্বাসকে হাসনাত আবদুল্লাহর ‘প্রহসন’ আখ্যা

হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করার ঘোষণা শুধু লোকদেখানো এবং জনগণকে বিভ্রান্ত করার একটি প্রহসন মাত্র বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (৮ মে) রাতে নিজের সামাজিক মাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “মূল দল আওয়ামী লীগই যখন ফ্যাসিস্ট ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তখন শুধু অঙ্গসংগঠন নিষিদ্ধ করে দায় এড়ানো যাবে না। প্রকৃত বিচারের জন্য আওয়ামী লীগকে সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে।”

এর আগে, আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রেক্ষিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে লেখেন, “যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।”

এই বক্তব্যের জবাবে হাসনাত বলেন, “এই ধরনের আশ্বাস দিয়ে জনগণের চোখে ধুলা দেওয়া হচ্ছে। যদি সত্যিকার বিচার চাওয়া হয়, তাহলে সংবিধানে সংশোধনী এনে দলীয় কাঠামোকে দায়ী করে আইসিটি আইনে বিচার চালুর ব্যবস্থা নিতে হবে।”

এনসিপির অন্যান্য নেতারাও একই দাবি তুলেছেন। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “যতদিন না বিচার হচ্ছে, ততদিন রাজপথ ছেড়ে যাব না।” দলের মুখপাত্র হান্নান মাসুদ বলেন, “বিপ্লবের ধারাবাহিকতা বজায় রাখতে এবং দেশকে রক্ষা করতে আমাদের অবস্থান হবে সেই জুলাইয়ের রাজপথে।”

আন্দোলনকারীরা বলছেন, সময়ক্ষেপণ ও প্রতারণামূলক প্রতিশ্রুতিতে তাঁরা বিভ্রান্ত হবেন না, এবং মূল দল আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন