
প্রিন্ট: ০৩ জুলাই ২০২৫, ০২:৪৫ পিএম
যমুনার সামনে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, বাড়ানো হয়েছে নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ মে ২০২৫, ১২:২৯ এএম

হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে চলমান অবস্থান কর্মসূচি
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র সামনে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে চলমান অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ১০টা থেকে যমুনার আশপাশে নিয়মিত পুলিশের পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। সেখানে পুলিশ, র্যাব, সশস্ত্র বাহিনী এবং এপিবিএনের সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তারা পুরো এলাকায় নজরদারি জোরদার করেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যমুনার সামনে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।”
অবস্থান কর্মসূচির প্রতি দৃষ্টি রেখে গোটা এলাকায় টহল ও চেকপোস্ট বসানো হয়েছে বলে জানা গেছে।