Logo
Logo
×

জাতীয়

বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৫, ০৫:৩৫ পিএম

বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ছবি : সংগৃহীত

বাংলাদেশ-চীন সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) আয়োজিত এক সেমিনারে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, সার্বভৌমত্ব রক্ষায় চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে। 

তিনি বলেন, ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা কমানোর জন্য সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত জরুরি। চীন সত্যের পক্ষে দাঁড়াবে এবং একইসঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব সুরক্ষায় সহায়তা করবে।

এছাড়া, চলতি মাসের শেষে শতাধিক ব্যবসায়ী ও বিনিয়োগকারীসহ চীনের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন। রাষ্ট্রদূতের মতে, এত বড় বাণিজ্যিক প্রতিনিধি দল এর আগে কখনো বাংলাদেশে আসেনি, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করবে।

তিনি আরও বলেন, স্থিতিশীলতা ছাড়া কোনো দেশের উন্নয়ন সম্ভব নয় এবং সংস্কার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। 

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও আন্তর্জাতিক বিশ্লেষক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, চীন-বাংলাদেশ সম্পর্ক হাজার বছরের পুরোনো। চীন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু, যা অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সহযোগিতায় প্রমাণিত হয়েছে। 

তিনি আরও উল্লেখ করেন, চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি এবং সব রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে, যা দুই দেশের সম্পর্কের গভীরতা নির্দেশ করে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন