Logo
Logo
×

জাতীয়

পুলিশ প্রশাসনে বড় রদবদল, শীর্ষ ১৫ কর্মকর্তার বদলি দায়িত্ব পরিবর্তন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১১:২৯ পিএম

পুলিশ প্রশাসনে বড় রদবদল, শীর্ষ ১৫ কর্মকর্তার বদলি দায়িত্ব পরিবর্তন

ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল হয়েছে। মোট ১৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন ও বদলি করে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। এর আগে মঙ্গলবার আরেকটি প্রজ্ঞাপনে পাঁচ কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছিল।

সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের শিল্পাঞ্চল ইউনিটের ডিআইজি মো. ছিবগাত উল্লাহকে সিআইডির প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপির (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে। একইভাবে, সিআইডির গাজী জসীম উদ্দিনকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব), ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেনকে পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. তাওফিক মাহবুব চৌধুরীকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া আরও দুইজন ডিআইজিকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরের ড. শোয়েব রিয়াজ আলমকে এসপিবিএনের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

দ্বিতীয় প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি পর্যায়ের ৯ কর্মকর্তার বদলির কথা উল্লেখ রয়েছে। এর মধ্যে, ট্যুরিস্ট পুলিশের মো. ইকবাল এবিপিএন-১২-এর অধিনায়ক, ঢাকার টিডিএস-এর এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি, পুলিশ স্টাফ কলেজের মো. আব্দুর রাজ্জাক রংপুর আরআরএফের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া, সিআইডির মোহাম্মদ হারুন-অর-রশিদ এবিপিএন-৫-এর অধিনায়ক, এসবির মো. মিজানুর রহমান ও সৈয়দা জান্নাত আরা রংপুর পিটিসিতে অতিরিক্ত ডিআইজি হিসেবে, এবিপিএন-৫-এর অধিনায়ক শামীমা আক্তার অ্যান্টি টেররিজম ইউনিটে, এসবির মো. মোখলেছুর রহমান খাগড়াছড়ির এবিপিএন স্পেশাল ট্রেনিং সেন্টারে এবং এ এইচ এম আব্দুর রকিব নোয়াখালী পিটিসিতে অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবারের পূর্ববর্তী প্রজ্ঞাপনে, বিশেষ শাখার ডিআইজি মো. সরওয়ারকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়। এ ছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান এবং সারদা পুলিশ একাডেমির মো. এনামুল হককে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

সেই সঙ্গে এসবি’র পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে হবিগঞ্জের পুলিশ সুপার হিসেবে এবং পূর্বে বদলি হওয়া ঢাকা রেঞ্জের এসপি আসলাম শাহাজাদাকে পুনরায় একই পদে বহাল রাখা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন