ভারত-পাকিস্তান উত্তেজনা: সীমান্ত জেলাগুলোর পুলিশকে সতর্ক থাকার নির্দেশ আইজিপির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৫, ০৭:৩৮ পিএম
ছবি : সংগৃহীত
ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশে নিরাপত্তা নিশ্চিত করতে এবং কোনো অপরাধী বা জঙ্গি যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্ত এলাকার সকল পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
বুধবার (৭ মে) বিকেলে রাজধানীর গুলশানে বাংলাদেশ পুলিশ বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতা ২০২৪-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ নির্দেশনার কথা জানান।
এদিকে, ভারত ও পাকিস্তানে উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে উভয় দেশকে শান্ত থাকা এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বুধবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ‘সন্ত্রাসী ঘাঁটি’ ধ্বংসের লক্ষ্যে পরিচালিত ‘অপারেশন সিন্ধুর’ নামের এই হামলায় এখন পর্যন্ত ২৬ জন পাকিস্তানি নিহত হয়েছেন বলে দেশটির সংবাদমাধ্যম **ডন**-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অপরদিকে, পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, তার দেশ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।



