
প্রিন্ট: ২৮ জুন ২০২৫, ০২:১৮ পিএম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ মে ২০২৫, ০২:০৫ পিএম

ছবি : সংগৃহীত
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁসের প্রমাণ মেলায় আনসার-ভিডিপি ও ব্র্যাক ব্যাংকের এনআইডি তথ্য যাচাই সেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৭ মে) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের এ তথ্য জানান।
ইসির তথ্য অনুযায়ী, দেশের ১২ কোটিরও বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য তাদের তথ্যভাণ্ডারে সংরক্ষিত রয়েছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সেবা প্রদানের ক্ষেত্রে এই তথ্য যাচাইয়ের জন্য নির্বাচন কমিশনের সঙ্গে চুক্তি করে থাকে। তবে এর আগেও একাধিকবার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এনআইডির তথ্য ফাঁসের অভিযোগ উঠেছিল।
হুমায়ুন কবীর জানান, নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার দুই প্রতিষ্ঠানের তথ্য যাচাই কার্যক্রমে অসঙ্গতি ধরা পড়ে। যাচাই শেষে দেখা যায়, আনসার-ভিডিপি ও ব্র্যাক ব্যাংক এনআইডি তথ্য ফাঁসে জড়িত। এ ঘটনায় উল্লিখিত দুই প্রতিষ্ঠানের তথ্য যাচাই সেবা নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, একটি প্রতিষ্ঠান ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা জানিয়েছে, তাদের অভ্যন্তরীণ প্রটেকশন মেজার আরও কঠোরভাবে মানা হবে এবং যারা তথ্য ফাঁসে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এনআইডি অনুবিভাগের মহাপরিচালক আরও জানান, তদন্ত চলছে এবং চুক্তি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এটি একটি চলমান প্রক্রিয়া।
সাইবার নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষার এই ঘটনাটি নাগরিকদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সংশ্লিষ্টদের মতে, এমন ঘটনায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা জরুরি।