
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ০৬:২০ এএম
ছবির গল্প শুধুই বিনোদন নয়, এটি আমাদের ভবিষ্যতের জন্য বিনিয়োগ : পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১০:৩২ পিএম

ছবি : সংগৃহীত
জলবায়ু সংকট যেখানে প্রতিদিন আরও ঘনীভূত হচ্ছে, সেখানে গল্প ও চিত্রশিল্পের মতো সৃজনশীল মাধ্যম ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতিপ্রেমী হিসেবে গড়ে তুলতে পারে বলে মত দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত অ্যালায়েন্স ফ্রঁসেজ দে ঢাকায় আয়োজিত “ইকরিমিকরি: এক কল্পনার জগৎ—ছবির বইয়ের দুনিয়া” শীর্ষক আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, "ছবির বই কেবল বিনোদনের মাধ্যম নয়—এটি একটি দূরদর্শী বিনিয়োগ, যা শিশুদের অন্তর্গত মানবিকতা, কৌতূহল এবং প্রকৃতির প্রতি ভালোবাসা জাগ্রত করতে পারে।"
উপদেষ্টা আরও বলেন, "শিশুরা যদি ছোটবেলা থেকেই বন্যপ্রাণী ও প্রকৃতির সৌন্দর্যকে ঘনিষ্ঠভাবে জানতে পারে, তাহলে তারা পরিবেশের অভিভাবক হয়ে উঠবে।" তিনি আহ্বান জানান, "শিশুদের যেন প্রকৃতির প্রতি ভয় নয়, ভালোবাসা নিয়ে বেড়ে উঠতে শেখানো হয়।"
প্রদর্শনীতে পরিবেশ ও বন্যপ্রাণী বিষয়ক চিত্রকর্মের মাধ্যমে শিশুরা যেমন আনন্দ পেয়েছে, তেমনি জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে সহজবোধ্য ধারণাও লাভ করেছে।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ আয়োজনের প্রশংসা করে বলেন, "এ ধরনের সৃজনশীল উদ্যোগ শিশুদের কল্পনাশক্তির বিকাশের পাশাপাশি পরিবেশ সচেতনতা গড়ে তোলে—যা টেকসই ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি।"
তিনি প্রদর্শনী ঘুরে দেখেন এবং সেখানে উপস্থিত শিশুসহ অভিভাবক, শিল্পী ও আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।