
প্রিন্ট: ০৩ জুলাই ২০২৫, ০৬:২৮ পিএম
উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস করা যাবে না : রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ মে ২০২৫, ০৬:৫৭ পিএম

সোমবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ আয়োজিত ‘কৃষি উৎপাদন ও প্রাণ-প্রকৃতি সম্মেলনে কথা বলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : যুগেরচিন্তা২৪
খাদ্য নিরাপত্তা, কৃষি ও প্রাণ-প্রকৃতির সমন্বয় ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, “উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। পরিবেশকে মূল ধারায় আনতেই হবে।”
সোমবার (৫ মে) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ আয়োজিত ‘কৃষি উৎপাদন ও প্রাণ-প্রকৃতি সম্মেলনের’ দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে কৃষকের স্বার্থ রক্ষা এবং পরিবেশ সংরক্ষণ একসঙ্গে নিশ্চিত করতে হবে। ‘উন্নয়ন মানেই পরিবেশের ক্ষতি’—এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।
শিল্প দূষণ বন্ধে কার্যকর উদ্যোগ নিতে গেলেই কর্মসংস্থানের দোহাই দেওয়া হয়—এমন মনোভাবের সমালোচনা করে তিনি বলেন, নদী ও পানি নির্ভর লক্ষ মানুষের জীবিকা ও নিরাপদ পানির অধিকারও সমান গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, কৃষিজমির মাটি কেটে ইটভাটায় দেওয়া কার্যত পরিবেশের বিরুদ্ধে দস্যুতা। কৃষিজমি রক্ষায় আইন প্রণয়নে সরকার কাজ করছে, তা না হলে ভবিষ্যতে আমাদের কৃষির অস্তিত্ব থাকবে না।
উপদেষ্টা জৈব কৃষির ওপর গুরুত্ব দিয়ে বলেন, অতিরিক্ত সার ও কীটনাশক মাটির স্বাস্থ্য ধ্বংস করছে। এখনই জৈব সার উৎপাদন ও সরবরাহে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন। বহুজাতিক কোম্পানির চাপ উপেক্ষা করে আমাদের নিজস্ব কৃষি মডেল গড়ে তুলতে হবে।
তিনি বিদ্যুৎ সংকটের বাস্তবতা তুলে ধরে ব্যক্তি ও রাষ্ট্রীয় পর্যায়ে ভোগের ধরণ পরিবর্তনের আহ্বান জানান, একদিকে বিদ্যুৎ সংকটের কথা বলি, আর অন্যদিকে অহেতুক এসি ও আলো ব্যবহার করি। আমাদের কনজাম্পশন প্যাটার্নকে পরিবেশবান্ধব করতে হবে।
তিনি আরও জানান, মধুপুর শালবন পুনরুদ্ধার প্রকল্প শুরু হয়েছে। ইউক্যালিপটাস গাছ সরিয়ে আবার শালগাছ ও বিলুপ্তপ্রায় প্রজাতির বৃক্ষ রোপণ করা হবে।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন, অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ, মাল্টিমোড গ্রুপের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তোফাজ্জল ইসলাম এবং বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের সহসভাপতি খুশি কবীর।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক দৈনিক বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ।
সম্মেলনে কৃষি বিশেষজ্ঞ, গবেষক, পরিবেশবিদ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।