Logo
Logo
×

জাতীয়

কাতারে সরকারি সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৫, ০২:১১ পিএম

কাতারে সরকারি সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

ছবি : সংগৃহীত

কাতারে সরকারি সফর শেষে দেশে ফিরছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।  

সোমবার (৫ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।  

সফরকালে তিনি কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ, অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর উপপ্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন।  

গত শনিবার (৩ মে) তিনি কাতার অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট শেখ জোয়ান বিন হামাদ বিন খলিফা আল থানির সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় দেশের অলিম্পিক কমিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, খেলাধুলা সংক্রান্ত প্রশিক্ষণ, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন এবং বাংলাদেশে ‘অলিম্পিক ভিলেজ’ নির্মাণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।  

এছাড়া গতকাল (৪ মে) তিনি কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শেখ সাউদ বিন আব্দুল রহমান বিন হাসান আল থানি এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ আব্দুল আজিজ বিন ফয়সাল বিন মুহাম্মদ আল থানির সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন। বৈঠকগুলোতে সামরিক সহযোগিতা জোরদার, প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষা শিল্পের সম্ভাবনা এবং দক্ষ জনশক্তি বিনিময়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।  

সেনাপ্রধান আরও বৈঠক করেন কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল জসিম বিন মুহাম্মদ বিন আহমেদ আল মানাইয়ের সঙ্গে। এ বৈঠকে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করা, প্রশিক্ষণ সহায়তা, যৌথ মহড়া, প্রশিক্ষণার্থী বিনিময় এবং কাতারে অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।  

উল্লেখ্য, সরকারি সফরের অংশ হিসেবে গত ৩ মে তিনি ঢাকা ত্যাগ করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন