BETA VERSION শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • প্রবাস
  • চাকরি

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ০১:৩৫ এএম

Swapno

জাতীয়

রাখাইনে মানবিক করিডোরে কোনো চুক্তি হয়নি: নিরাপত্তা উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৫, ০২:৫৮ পিএম

রাখাইনে মানবিক করিডোরে কোনো চুক্তি হয়নি: নিরাপত্তা উপদেষ্টা

ছবি : সংগৃহীত

গৃহযুদ্ধকবলিত মিয়ানমারের রাখাইন রাজ্যে ত্রাণ সহায়তা পাঠাতে জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক করিডোর প্রতিষ্ঠার বিষয়ে বাংলাদেশ সরকার কোনো ধরনের চুক্তি স্বাক্ষর করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।

রোববার (৪ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ‘বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন: আঞ্চলিক নিরাপত্তার উপর প্রভাব এবং ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।

ড. খলিলুর রহমান বলেন, “মানবিক করিডোর নিয়ে এখনো কেবল প্রাথমিক আলোচনা হয়েছে, কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। বাংলাদেশ কখনোই আরাকানে আমেরিকার হয়ে প্রক্সি যুদ্ধ শুরু করছে না— এ ধরনের গুজব কিছু প্রতিবেশী দেশের গণমাধ্যম ছড়াচ্ছে, যা মোটেও কাম্য নয়।”

তিনি বলেন, “রোহিঙ্গাদের বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যদি এমনটা করা হয়, বাংলাদেশ পরিণত হবে প্রতিবেশী দেশগুলোর ‘ডাম্পিং গ্রাউন্ড’-এ।”

এ সেমিনারে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, “নীতিগতভাবে বাংলাদেশ মানবিক সহায়তা পাঠানোর ক্ষেত্রে জাতিসংঘকে সহযোগিতায় আগ্রহী, তবে কিছু শর্ত রয়েছে, যেগুলো পূরণ সাপেক্ষে আমরা সহায়তা করবো।”

তবে তার বক্তব্যের দুই দিন পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, “সরকার এখনো জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে মানবিক করিডোর নিয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা করেনি। রাখাইনে সহায়তা পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্তও হয়নি।”

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী দপ্তরের একজন মুখপাত্র বলেন, রাখাইনে সহায়তা পাঠাতে বাংলাদেশ ও মিয়ানমার— উভয় দেশের অনুমতি ছাড়া জাতিসংঘের সরাসরি ভূমিকা সীমিত থাকবে।

রাখাইন পরিস্থিতি ঘিরে গুঞ্জন ও গুজবের মধ্যেই সরকারের বিভিন্ন পর্যায়ের বক্তব্যে বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

জাতিসংঘ রোহিঙ্গা পররাষ্ট্র মন্ত্রণালয়

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com