Logo
Logo
×

জাতীয়

৪৩ ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ১৭৬৯৪ হজযাত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২৫, ১০:৩৪ এএম

৪৩ ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ১৭৬৯৪ হজযাত্রী

ছবি : সংগৃহীত

চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১৭ হাজার ৬৯৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৪৩টি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৩ হাজার ১৩০ জন হজযাত্রী।

শনিবার (৩ মে) প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। হজ হেল্প ডেস্ক জানিয়েছে, এই তথ্য এসেছে বাংলাদেশ হজ অফিস, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), বিভিন্ন এয়ারলাইন্স এবং সৌদি আরব থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে।

হেল্প ডেস্কের তথ্যমতে, ৪৩টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ১৮টি, সৌদি এয়ারলাইন্স ১৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১২টি।

গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করার মধ্য দিয়ে ২০২৫ সালের হজযাত্রার আনুষ্ঠানিকতা শুরু হয়। হজ ফ্লাইট চলবে আগামী ৩১ মে পর্যন্ত।

চলতি বছর মোট ৮৭ হাজার ১০০ বাংলাদেশি হজে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন। হজ এজেন্সির সংখ্যা ৭০টি। এখন পর্যন্ত ৭২ হাজার ৯৫২টি হজ ভিসা ইস্যু হয়েছে।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন