Logo
Logo
×

জাতীয়

পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তার বদলি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৪৭ পিএম

পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তার বদলি

ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তারা হলেন:

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার রিয়াজ উদ্দিন আহম্মেদকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন)

পুলিশ সদর দপ্তরের এআইজি মো. নাজমুল ইসলামকে এপিবিএনে

এসবির পুলিশ সুপার এ এইচ এম ইয়াদুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে

খুলনা পিটিসির এসপি মো. জসিম উদ্দীনকে স্পেশাল পুলিশ ব্যাটালিয়নে (এসপিবিএন)  

পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপি)

সিলেট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মাহামুদুল হাসানকে এসবিতে

এছাড়া আরও বদলি হয়েছেন:

সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে এসবিতে

সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার তাহিয়াত আহমেদ চৌধুরীকে সিলেট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে

পুলিশ সদর দপ্তরের এআইজি মোল্লা আজাদ হোসেনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি)

এআইজি ইনামুল হক সাগরকে ঢাকা র‍্যাপিড রেসপন্স রিজার্ভ (আরআরআর)-এ

বান্দরবান ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট তানভীর আহমদকে পুলিশ সদর দপ্তরের এআইজি হিসেবে

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আবু বকর সিদ্দিককে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি)

সিআইডির মো. মামুন অর রশিদকে পুলিশ সদর দপ্তরের এআইজি হিসেবে

এদিকে, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলামের এপিবিএনে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

বদলি আদেশে সংশ্লিষ্টদের যথাসময়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন