Logo
Logo
×

জাতীয়

রমনা বটমূলে বোমা হামলার মামলার রায় ৮ মে ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০১:০৪ পিএম

রমনা বটমূলে বোমা হামলার মামলার রায় ৮ মে ঘোষণা

ছবি : সংগৃহীত

২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে ঘটে যাওয়া ভয়াবহ বোমা হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের রায় আগামী বৃহস্পতিবার (৮ মে) ঘোষণা করা হবে। 

বুধবার (৩০ এপ্রিল) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এ দিন নির্ধারণ করেন। 

আদালতে আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এসএম শাহজাহান, সরওয়ার আহমেদ এবং মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী।

উল্লেখ্য, ২০০১ সালের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ঘটনাস্থলেই ৯ জন নিহত হন এবং পরে হাসপাতালে মারা যান আরও একজন। এ ঘটনায় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র চন্দ রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন। 

২০০৮ সালের ৩০ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দুই মামলায় ১৪ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে। ২০১৪ সালের ২৩ জুন আদালত হত্যা মামলার রায়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নানসহ আটজনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। 

ফাঁসির দণ্ডপ্রাপ্তদের মধ্যে মুফতি আব্দুল হান্নানের মৃত্যুদণ্ড সিলেটে গ্রেনেড হামলার মামলায় ইতোমধ্যে কার্যকর হয়েছে। এই রায় নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা চলছে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন