Logo
Logo
×

জাতীয়

সাংবাদিকদের বরখাস্তে আমার কোনো ভূমিকা নেই : উপদেষ্টা ফারুকী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০১:২৫ এএম

সাংবাদিকদের বরখাস্তে আমার কোনো ভূমিকা নেই : উপদেষ্টা ফারুকী

সাংবাদিকদের চাকরিচ্যুতির বিষয়ে নিজের সম্পৃক্ততার অভিযোগ সরাসরি নাকচ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি স্পষ্টভাবে জানান, এই ঘটনায় তার কোনো ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা নেই।

ফারুকী লিখেছেন, “আমি পরিষ্কারভাবে জানাতে চাই, এই বিষয়ে আমার কোনও সংশ্লিষ্টতা নেই। কেউ যদি সন্দেহে থাকেন, তাহলে সংশ্লিষ্ট চ্যানেলগুলোর সঙ্গে যোগাযোগ করলেই পুরো ঘটনা পরিষ্কার হয়ে যাবে।”

তিনি আরও বলেন, “সোমবারের প্রেস কনফারেন্সে তিন সাংবাদিকের বক্তব্যে অনেকেই ব্যথিত হয়েছেন। জুলাই মাসের সেই হৃদয়বিদারক হত্যাকাণ্ডের মাত্র আট মাস পর, এখনও বিচার না হওয়া এক নির্মম ঘটনার প্রেক্ষাপটে এমন বক্তব্য অনেকের কাছে বেদনাদায়ক হিসেবে ধাক্কা দিয়েছে। বিশেষ করে যাদের আপনজন খুন হয়েছে বা আহত হয়েছে, তাদের জন্য এটা যেন নতুন করে এক আঘাত।”

ফারুকী জানান, বক্তব্যগুলো শুনে তিনি নিজেও হতবাক হয়েছিলেন, তবে পরিস্থিতি বিবেচনায় তিনি শান্তভাবেই জবাব দিয়েছেন। পরবর্তীতে সামাজিক প্রতিক্রিয়ায় চ্যানেল কর্তৃপক্ষ নিজেদের সম্পাদনা নীতিমালার আলোকে সংশ্লিষ্ট সাংবাদিকদের চাকরি থেকে অব্যাহতি দেয়। ফারুকীর ভাষায়, “প্রত্যেকটি গণমাধ্যম প্রতিষ্ঠানের নিজস্ব সম্পাদনা নীতি (এডিটোরিয়াল পলিসি) আছে। তারা সেই নীতির আলোকে সিদ্ধান্ত নেয়। আমি বা আমার পক্ষ থেকে কেউ কোনোভাবে এই সিদ্ধান্তে প্রভাব রাখিনি।”

সামাজিক মাধ্যমে কিছু মানুষ তার বিরুদ্ধে অভিযোগ তোলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “এটা হাস্যকর যে কেউ কেউ বলছেন, আমাকে প্রশ্ন করায় তাদের চাকরি গেছে। বাস্তবতা হলো, বিষয়টি আমাকে ঘিরে নয়, বরং এটি জুলাইয়ের ট্র্যাজেডি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নীতিমালার সঙ্গে সম্পর্কযুক্ত।”

সবশেষে ফারুকী জোর দিয়ে বলেন, “কারও চাকরিচ্যুতির সঙ্গে আমাদের কোনো সংযোগ নেই—এটা নিয়ে যদি কারও সন্দেহ থাকে, তাহলে সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করলেই প্রকৃত সত্য উদঘাটন করা সম্ভব।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন