Logo
Logo
×

জাতীয়

মেরিটাইম খাতের অগ্রগতিতে বিএসসিএল-স্টারনুলার মধ্যে সমঝোতা স্বাক্ষর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১২:৪২ এএম

মেরিটাইম খাতের অগ্রগতিতে বিএসসিএল-স্টারনুলার মধ্যে সমঝোতা স্বাক্ষর

ছবি : সংগৃহীত

বাংলাদেশের সমুদ্রপথকে আরও নিরাপদ ও আধুনিক করতে স্যাটেলাইটভিত্তিক স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম - AIS) চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। এই লক্ষ্যে ডেনমার্কভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান স্টারনুলার সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) সই করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার বিএসসিএলের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মুহাম্মদ ইমাদুর রহমান এবং স্টারনুলার সিইও লার্স মলস্টেন চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেনমার্ক দূতাবাসের ট্রেড মিশনের প্রধান আলি মুশতাক বাটসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এআইএস ২.০ বা ভিডিইএস হলো একটি অত্যাধুনিক প্রযুক্তি, যা স্যাটেলাইটের মাধ্যমে জাহাজের গতি, অবস্থান, দিকনির্দেশনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করে। এছাড়াও এতে নেভিগেশন সতর্কীকরণ ব্যবস্থা থাকায় দুর্ঘটনার ঝুঁকি কমে যায়।

চুক্তির আওতায় বিএসসিএল ও স্টারনুলা বাংলাদেশের সমুদ্রপথে চলাচলকারী জাহাজ, ট্রলার এবং অন্যান্য নৌযানের সঙ্গে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবে। এ প্রযুক্তি বাস্তবায়নের ফলে নৌযান পরিচালনায় দক্ষতা বাড়বে, নিরাপত্তা জোরদার হবে এবং বন্দর ও জাহাজের মধ্যে সার্বক্ষণিক সংযোগ নিশ্চিত করা সম্ভব হবে।

বর্তমানে দেশে মৎস্য অধিদপ্তরের তথ্যমতে প্রায় ৫০ হাজার নৌযান রয়েছে, যার মধ্যে ৩৭ হাজারের বেশি ফিশিং ট্রলার। এদের অনেকেই গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরেন, যেখানে প্রচলিত নেটওয়ার্ক কাভারেজ থাকে না। স্যাটেলাইট নির্ভর এই প্রযুক্তি দিয়ে ওইসব নৌযানও কার্যকরভাবে সংযুক্ত রাখা সম্ভব হবে।

চুক্তির মাধ্যমে দেশের ব্লু ইকোনমিকে আরও শক্তিশালী করতে এবং নৌযান পরিচালনার আধুনিকীকরণে নতুন উদ্ভাবনের সুযোগ তৈরি হবে বলে আশা করছে উভয় প্রতিষ্ঠান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন