Logo
Logo
×

জাতীয়

কাউকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার না করার নির্দেশ আইজিপির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৫:২২ পিএম

কাউকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার না করার নির্দেশ আইজিপির

ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম কাউকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত পুলিশ সপ্তাহ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, “৫ আগস্টের পর থেকে অনেকেই অসৎ উদ্দেশ্যে হয়রানি করার জন্য মামলা করেন। অপরাধ করে ৫-১০ জন, অথচ মামলায় আরও ৩০০ জনের নাম যুক্ত করা হয়। এমন একটি মামলার উদাহরণ গতকালও দেখা গেছে।” 

তিনি জানান, ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে, যেন কাউকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার করা না হয়। তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হবে, শুধুমাত্র তাদেরই গ্রেপ্তার করার কথা জানান তিনি।

আইজিপি আরও উল্লেখ করেন, “প্রায়ই অন্যায় আবদারের সম্মুখীন হতে হয়, যেমন অমুককে বন্দি করা, অমুককে ছেড়ে দেওয়া, বা পদক দেওয়ার আবদার।” তবে, এ ধরনের আবদার কারা করেন, সে বিষয়ে তিনি কিছু প্রকাশ করেননি।

দেশবাসীর উদ্দেশ্যে আইজিপি বলেন, “ভুল ত্রুটি ধরিয়ে দিন।” তিনি জানান, কেউ মামলা দায়ের করতে এলে তার সত্য-মিথ্যা যাচাই করার সুযোগ পুলিশের থাকে না, কারণ মামলা এখন মানুষ নিজের হাতে লিখে নিয়ে আসে এবং পুলিশকে তা গ্রহণ করতে হয়। তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে সেগুলো আদালতে পাঠানো হয় বলে তিনি উল্লেখ করেন। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন