Logo
Logo
×

জাতীয়

আলাপ-আলোচনার মাধ্যমে কাশ্মির ইস্যুতে ভারত-পাকিস্তান সমস্যার সমাধান চায় বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৫:৪৮ পিএম

আলাপ-আলোচনার মাধ্যমে কাশ্মির ইস্যুতে ভারত-পাকিস্তান সমস্যার সমাধান চায় বাংলাদেশ

ছবি : সংগৃহীত

কাশ্মির ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে আলাপ-আলোচনার পক্ষে রয়েছে বাংলাদেশ। তবে আগবাড়িয়ে কোনো পদক্ষেপ নেওয়ার পক্ষে নয় ঢাকা। রোববার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের সংঘাত থাকলেও বাংলাদেশ চায় না এই অঞ্চলে কোনো বড় সংঘাত সৃষ্টি হোক। দুই দেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বিদ্যমান এবং বাংলাদেশ চায় তারা নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুক।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ইতোমধ্যে ইরান ও সৌদি আরব মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। বাংলাদেশও মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে, তবে তা তখনই সম্ভব যখন ভারত ও পাকিস্তান উভয়ই বাংলাদেশের সহায়তা চায়। এর আগে বাংলাদেশ কোনো পদক্ষেপ নিতে আগ্রহী নয়।

ভারত-পাকিস্তানের উত্তেজনার প্রভাব বাংলাদেশে পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আধুনিক যুগে সবকিছুই কমবেশি প্রভাব ফেলে। তবে সরাসরি কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই, কারণ বাংলাদেশ কোনো পক্ষ নেয়নি। তবে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সংঘাতের প্রভাব পড়তে পারে।

বাংলাদেশ-ভারত সীমান্তে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি জানান, এ বিষয়ে নিরাপত্তা সংশ্লিষ্টরা ভালো বলতে পারবেন। তার কাছে এ মুহূর্তে কোনো তথ্য নেই। তিনি আরও বলেন, উত্তেজনা প্রশমনে শান্তিপূর্ণ সমাধানই সবার জন্য মঙ্গলজনক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন