
প্রিন্ট: ০৩ জুলাই ২০২৫, ০২:৪৫ পিএম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৬:১৬ পিএম

উপদেষ্টা আসিফ মাহমুদ
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, তিনি এখনো উপদেষ্টা পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেননি। পাশাপাশি সুবিধামতো সময়ে রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
শনিবার (২৬ এপ্রিল) রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলেই যোগ দেব। যখন সিদ্ধান্ত নেব, তখন নিজের জন্য সেরা বিকল্পটাই বেছে নেব।"
জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেওয়ার বিষয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, নতুন দলেই যে যুক্ত হতে হবে, এমন কোনো বিষয় নয়।
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, মানুষের একটা প্রত্যাশা তৈরি হয়েছে, আমরা যেন দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করি। তবে কোন রাজনৈতিক দলে যোগ দেব, সেটা এখনো চূড়ান্ত হয়নি। সময় এলেই সিদ্ধান্ত নেব।
সম্পদের হিসাব জমা না দেওয়ার বিষয়ে প্রশ্নে তিনি জানান, ছাত্রাবস্থায় তার আয়কর শনাক্তকরণ নম্বর (টিন) ছিল না। ফলে সম্পদের হিসাবও জমা দিতে পারেননি। তবে আগামী বছর থেকে আয়কর রিটার্ন জমা দিয়ে নিয়মিত সম্পদের হিসাব দেবেন বলে জানিয়েছেন তিনি।