Logo
Logo
×

জাতীয়

পুলিশ সপ্তাহে বিপিএম ও পিপিএম পদক পাচ্ছেন ৬২ পুলিশ সদস্য

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৩:৫১ পিএম

পুলিশ সপ্তাহে বিপিএম ও পিপিএম পদক পাচ্ছেন ৬২ পুলিশ সদস্য

ফাইল ছবি

সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ বছর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন পুলিশের ৬২ জন কর্মকর্তা ও সদস্য।

পূর্ববর্তী বছরের তুলনায় এবার পদকপ্রাপ্তদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে। বিপিএম ও পিপিএম পদক সাহসিকতা এবং সেবার চারটি ক্যাটাগরিতে প্রদান করা হবে। ইতোমধ্যে পুলিশ সদরদপ্তর থেকে পদকপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই এ তালিকা গেজেট আকারে প্রকাশিত হবে বলে জানা গেছে।

সূত্র জানায়, এবার কেবলমাত্র সত্যিকারের সেবামূলক ও সাহসিকতার কাজে অবদান রাখা সদস্যদেরই পদকের জন্য নির্বাচিত করা হয়েছে।

আগামী ২৯ এপ্রিল রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে তিন দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ ২০২৫’ শুরু হবে। অন্তর্বর্তী সরকারের আমলে অনুষ্ঠিত প্রথম এই পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

পুলিশ সপ্তাহের বিশেষ দরবারে অংশ নিয়ে তিনি নির্বাচিত পুলিশ সদস্যদের হাতে বিপিএম ও পিপিএম পদক পরিয়ে দেবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন