
প্রিন্ট: ০৩ জুলাই ২০২৫, ০৫:৫১ পিএম
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৩:৩৫ পিএম

ছবি : সংগৃহীত
বিশ্বখ্যাত নোবেল বিজয়ী এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) তিনি ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রবেশ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
জানা গেছে, আজ (শনিবার) পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হচ্ছে। এর আগে শুক্রবার (২৫ এপ্রিল) অধ্যাপক ইউনূস কাতারের দোহা থেকে ইতালির রোমে পৌঁছান।
উল্লেখ্য, ক্যাথলিক খ্রিষ্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস ২১ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ২০১৩ সালে রোমান ক্যাথলিক চার্চের ২৬৬তম পোপ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পোপ ষোড়শ বেনেডিক্টের উত্তরসূরি ফ্রান্সিস গত ১০০০ বছরে প্রথম ব্যক্তি ছিলেন, যিনি ইউরোপীয় নন হয়েও ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ পদে আসীন হয়েছিলেন।
ভ্যাটিকান সিটি, যেখানে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে, ইতালির রোম শহরের মধ্যস্থলে অবস্থিত একটি প্রাচীরঘেরা স্বাধীন রাষ্ট্র। এর আয়তন মাত্র ০.৪৪ বর্গকিলোমিটার এবং এটি মূলত ভ্যাটিকান পাহাড়ের ওপর গড়ে ওঠা। ১৯২৯ সালে প্রতিষ্ঠিত এই ক্ষুদ্রতম রাষ্ট্রটি বিশ্বজুড়ে রোমান ক্যাথলিক গির্জার কেন্দ্রস্থল হিসেবে কাজ করে এবং পোপ এখানকার রাষ্ট্রনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।