
প্রিন্ট: ২৯ জুন ২০২৫, ০৩:২৪ পিএম
পোপ ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানে গেলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১১:৪৬ পিএম

ছবি : সংগৃহীত
প্রয়াত পোপ ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স বাসিলিকায় উপস্থিত হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পোপের শেষকৃত্যানুষ্ঠানের আগে মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সেখানে রাখা হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বলা হয়, পোপ ফ্রান্সিস ছিলেন অধ্যাপক ইউনূসের কর্মকাণ্ডের একজন গভীর অনুরাগী। দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ রক্ষায় ইউনূসের ‘তিন শূন্য দর্শন’—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ—পোপের কাছে ছিল অত্যন্ত প্রাসঙ্গিক ও প্রশংসনীয়।
উল্লেখ্য, রোমের ভ্যাটিকানে পোপ ফ্রান্সিস এবং অধ্যাপক ইউনূস একসাথে ‘তিন শূন্য উদ্যোগ’ নামের একটি বৈশ্বিক কর্মসূচি চালু করেছিলেন। যার লক্ষ্য ছিল মানবকল্যাণে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পৃথিবী গড়ে তোলা।