
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ০৬:০৯ এএম
সংস্কার নয়, ভোটের প্রস্তুতিতে মনোযোগ ইসির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১২:৫০ পিএম

ছবি : সংগৃহীত
সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনও রাজনৈতিক ঐকমত্য বা কমিশনের সংস্কারের দিকে না তাকিয়ে নিজেদের ক্ষমতার আওতায় থেকে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, ‘সংস্কারের ওপর নির্ভর করবে না ইসি। নিজেদের ক্ষমতার মধ্যে যা যা করার আছে, সেগুলো নিয়েই আমরা এগোচ্ছি।’
তিনি জানান, আসন্ন নির্বাচন নিয়ে অস্ট্রেলিয়া সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট আশা করে। এ লক্ষ্যে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন দেশটির হাইকমিশনার। ভোটার তালিকা হালনাগাদ, পর্যবেক্ষক অংশগ্রহণসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান সিইসি।
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক ঐকমত্যের বিষয়টি কমিশনের নয়, সেটা রাজনৈতিক স্তরে সিদ্ধান্তের ব্যাপার। নির্বাচন কমিশন প্রস্তুতির দিকেই মনোযোগ দিচ্ছে।’