
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ০৪:৪০ এএম
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১২:৪৬ পিএম

আসিফ মাহমুদ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। ফেসবুক পোস্টে বাবার ‘ভুল’ স্বীকার করে ক্ষমা চেয়েছেন এবং লাইসেন্স বাতিলের তথ্য জানিয়েছেন উপদেষ্টা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে আসিফ লেখেন, প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি।
তিনি জানান, একজন সাংবাদিক বুধবার রাতে তার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্স নিয়ে যোগাযোগ করেন। যাচাই করে দেখা যায়, তার বাবা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কুমিল্লা জেলার নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে একটি ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন।
আসিফ জানান, তার বাবা একজন স্কুলশিক্ষক এবং একজন স্থানীয় ঠিকাদারের অনুরোধে ওই লাইসেন্স করেছিলেন। যদিও তার মতে, মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় বাবার এই ধরনের ব্যবসায় জড়ানো স্বার্থের সংঘাত (conflict of interest) তৈরি করে। বিষয়টি বুঝিয়ে বলার পরই বাবার আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার লাইসেন্সটি বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরো উল্লেখ করেন, মধ্যবর্তী সময়ে ওই লাইসেন্স ব্যবহার করে কোনো কাজের জন্য আবেদন করা হয়নি। বাবা হয়তো কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বোঝেননি, তাই বাবার পক্ষ থেকেও ক্ষমা চাচ্ছি। একই পোস্টে তিনি লাইসেন্স বাতিলের চিঠির স্ক্যান কপিও সংযুক্ত করেন।
সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্ট
বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে। সেখানে তিনি লেখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পিতা জনাব বিল্লাল হোসেনের প্রতিষ্ঠানের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের 'ঠিকাদার তালিকাভুক্তি' কপি হাতে এসেছে।
তিনি আরও জানান, যাচাই করে দেখা গেছে ২০২৪ সালের ১৬ মার্চ কুমিল্লা জেলার নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে লাইসেন্সটি ইস্যু করা হয়। যোগাযোগ করলে উপদেষ্টা আসিফ প্রথমে কিছু জানেন না বলে জানান, পরে যাচাই করে লাইসেন্সের বিষয়টি স্বীকার করেন এবং জানান এটি তার জ্ঞাতসারে হয়নি।