
প্রিন্ট: ২৯ জুন ২০২৫, ১১:২৬ এএম
সারা দেশে বৃষ্টির আভাস, কিছুটা বাড়তে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১১:৫২ পিএম

ছবি : সংগৃহীত
সারা দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের ধারা চলমান রয়েছে। আগামী কয়েকদিন দেশের আটটি বিভাগের কিছু কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২০ এপ্রিল) থেকে দেশের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন এই তাপমাত্রা আরও বাড়তে পারে।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, দেশজুড়ে প্রতিদিনই কোথাও কম আবার কোথাও বেশি বৃষ্টি হতে পারে। তবে সিলেট অঞ্চলে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অন্যদিকে ঢাকায় বৃষ্টির পরিমাণ কম হতে পারে।
তিনি আরও বলেন, “তাপমাত্রা কিছুটা বাড়লেও শিলাবৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে বজ্রপাতের ঝুঁকি রয়েছে, কারণ তাপমাত্রা কম থাকলে সাধারণত বজ্রপাতের প্রবণতা বেশি দেখা যায়।”
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, “বৃষ্টিপাত হবে এলাকা ভেদে। আগামীকাল সোমবারও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তবে পরশুদিন থেকে বৃষ্টি কিছুটা কমবে। মাসের শেষ দিকে আবারও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।”
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়বে। মঙ্গলবার সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং অন্যান্য সাত বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
তথ্যমতে, শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা রেকর্ড করা হয় সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে। আর রোববার সর্বোচ্চ তাপমাত্রা উঠে যায় খুলনায়—৩৬.৭ ডিগ্রি সেলসিয়াসে। ঢাকায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীর মাইজদীকোর্টে—১১৬ মিলিমিটার। চট্টগ্রাম বিভাগের প্রায় সব অঞ্চলে বৃষ্টিপাত হলেও খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে কোনো বৃষ্টির নজির পাওয়া যায়নি।