Logo
Logo
×

জাতীয়

রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৭:৪০ পিএম

রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন

ছবি : সংগৃহীত

রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে বৈঠক শেষে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির দপ্তরে দুপুর ১২টায় এ বৈঠক শুরু হয়।

আখতার আহমেদ জানান, রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের সময়সীমা আজ ২০ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। তবে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, এই সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এ পর্যন্ত ২০টি রাজনৈতিক দল সময়সীমা বাড়ানোর আবেদন করেছে। কেউ ২ মাস, কেউ ৬ মাস পর্যন্ত সময়সীমা বাড়ানোর আবেদন করেছে। সব মিলিয়ে কমিশন সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নতুন নিবন্ধনের জন্য ৬৫টি রাজনৈতিক দল আবেদন করেছে। এছাড়া নিবন্ধনের সময়সীমা বাড়ানোর জন্য ৪৬টি দল আবেদন করেছে। চলতি বছরের ১০ মার্চ নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি।

এনসিপি ইতোমধ্যে নিবন্ধনের সময়সীমা ৯০ দিন বাড়ানোর আবেদন করেছে। তাদের মতে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী মৌলিক সংস্কার কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি না থাকায় নিবন্ধনের সময়সীমা বাড়ানো প্রয়োজন। দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশের কারণে রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে সমালোচনা সৃষ্টি হয়েছে। 

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করেন। প্রতিনিধি দলে আরও ছিলেন অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন এবং তাজনূভা জাবীন। 

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত একই শর্তে বাড়ানো হয়েছে। ১০ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে ইসি দল নিবন্ধনের প্রক্রিয়া শুরু করে। ডিসেম্বরে ভোটের লক্ষ্য ধরে এই প্রক্রিয়া চালু করা হয়। ২০ এপ্রিল ছিল আবেদনের শেষ সময়সীমা। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন