Logo
Logo
×

জাতীয়

বাংলাদেশ-নেপাল সহযোগিতায় অভিন্ন অবস্থান: সার্ক পুনরুজ্জীবনে সম্ভাবনা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৭:০০ পিএম

বাংলাদেশ-নেপাল সহযোগিতায় অভিন্ন অবস্থান: সার্ক পুনরুজ্জীবনে সম্ভাবনা

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও নেপাল দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-কে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে অভিন্ন অবস্থানে রয়েছে। সার্কের সর্বশেষ সম্মেলনের পর থেকে টেকনিক্যাল কমিটি ও ওয়ার্কিং গ্রুপ সক্রিয়ভাবে কাজ করলেও সদস্য দেশগুলোর রাজনৈতিক পর্যায়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

রোববার (২০ এপ্রিল) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিস) আয়োজিত সেমিনার ‘বাংলাদেশ-নেপাল বন্ধন: নতুন উচ্চতার দিকে’ শীর্ষক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি এসব মন্তব্য করেন। তিনি বলেন, ২০১৪ সালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত সার্ক সামিটের পর থেকে নেপাল সার্ক চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছে। তবে শীর্ষ সম্মেলন এবং মন্ত্রী পর্যায়ের আলোচনা বা অন্য কোনো সম্মতিতে পৌঁছানো না গেলে সার্ক এগিয়ে নেওয়া সম্ভব নয়।

রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে নেপাল ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ করে বাণিজ্য, সংযোগ, জ্বালানি সহযোগিতা এবং জনগণের যোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ক্রমবর্ধমান এই অংশীদারিত্ব পারস্পরিক প্রবৃদ্ধি ও আঞ্চলিক একীকরণের সম্ভাবনা বহন করে।

তিনি বলেন, নেপাল বাংলাদেশি বন্দর ব্যবহার করে আন্তর্জাতিক বাণিজ্যে উপকৃত হতে পারে, অন্যদিকে বাংলাদেশ নেপাল থেকে নবায়নযোগ্য জলবিদ্যুৎ আমদানি করে তার জ্বালানি চাহিদা মেটাতে উপকৃত হতে পারে। সড়ক, রেল ও বিমান সংযোগের উন্নয়ন বাণিজ্য বৃদ্ধি এবং জনগণের যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক নিলয় রঞ্জন বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন বিস চেয়ারম্যান রাষ্ট্রদূত এ এফ এম গাউসুল আজম সরকার এবং স্বাগত বক্তব্য দেন বিস মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন