Logo
Logo
×

জাতীয়

সাংবাদিক লাবুকে প্রাণনাশের হুমকি ও সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১১:২৪ পিএম

সাংবাদিক লাবুকে প্রাণনাশের হুমকি ও সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

যুচি২৪ ফটো

ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের (ডিজেসি) স্থায়ী সদস্য ও ঢাকা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি নুরুজ্জামান লাবুর বিরুদ্ধে প্রাণনাশের হুমকি এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় হয়রানি ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

এ ঘটনার প্রতিবাদে শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “সাংবাদিকদের ওপর হুমকি ও নিপীড়নের ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে। এই পরিস্থিতি চলতে দেওয়া যাবে না। প্রয়োজনে আমরা মানববন্ধনের বাইরে গিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেবো।”

তারা স্পষ্টভাবে বলেন, “নুরুজ্জামান লাবুর কোনো ক্ষতি হলে সারাদেশের সাংবাদিক সমাজকে নিয়ে রাস্তায় নামা হবে।”

মানববন্ধনে সভাপতিত্ব করেন ডিজেসির সভাপতি ইকরামুল কবির টিপু। বক্তব্য রাখেন সহ-সভাপতি শাহজাহান স্বপন, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আলী তালুকদার। এছাড়া বক্তব্য দেন দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম সাহেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন বাবু, সমাজকল্যাণ সম্পাদক নুর হোসেন পিপুল, নির্বাহী সদস্য আতিকুল ইসলাম, আরমান হোসেন বাদল, কাজী শফিউল ইসলাম (আল আমিন), ফায়সাল হাওলাদার, ইমরান হোসেন ইমু, সাব্বির জুবায়ের ও আকবর হোসেন।

বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন