
প্রিন্ট: ২৮ জুন ২০২৫, ১০:০৮ এএম
‘র’ এর ঢাকাস্থ স্টেশন চিফের পরিচয় ফাঁস!

যুগেরচিন্তা২৪ প্রতিবেদন
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১১:১৩ পিএম

ছবি : সংগৃহীত
ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ (RAW) এর ঢাকাস্থ স্টেশন চিফ হিসেবে রাজেশ কুমার অগ্নিহোত্রীর দায়িত্ব পালনের বিষয়ে একটি বিস্ফোরক দাবি করেছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য সামনে আনেন তিনি।
জুলকারনাইন লিখেছেন, “অবিশ্বাস্য হলেও সত্যি—৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরও রাজেশ কুমার অগ্নিহোত্রী ঢাকায় ‘র’-এর কার্যক্রম অব্যাহত রেখেছেন। তিনি এখনো ভারতীয় হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলর পরিচয়ে এখানে অবস্থান করছেন।”
তিনি আরও দাবি করেন, অগ্নিহোত্রী বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সরব এবং বিভিন্ন দলের শীর্ষ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন বলেও উল্লেখ করেন জুলকারনাইন।
এই পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে তাকে দেশে ফেরত পাঠানোর আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, ২০১৬ সালে পাকিস্তানও রাজেশকে তাদের দেশে নিযুক্ত ‘র’-এর শীর্ষ কর্মকর্তা হিসেবে চিহ্নিত করে। সে সময় পাকিস্তান সরকার তাকে ও কয়েকজন ভারতীয় কূটনীতিককে গোয়েন্দা কার্যক্রম, নাশকতা এবং অর্থনৈতিক ক্ষতি সাধনের অভিযোগে অভিযুক্ত করেছিল। যদিও ভারত সরকার সেই অভিযোগ সরাসরি অস্বীকার করে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাহার করে নেয়।
জুলকারনাইন তার সাম্প্রতিক পোস্টে আরও দাবি করেন, বাংলাদেশে একটি প্রভাবশালী গোয়েন্দা সংস্থার সূত্র অনুযায়ী বর্তমানে রাজেশ কুমার অগ্নিহোত্রী ঢাকায় ভারতীয় হাইকমিশনে ‘মিনিস্টার (কনসুলার ও শিক্ষা)’ পদে নিযুক্ত আছেন। এমনকি অভ্যন্তরীণ আপত্তি থাকা সত্ত্বেও পররাষ্ট্র মন্ত্রণালয় তার নিয়োগ অনুমোদন করেছে বলে অভিযোগ করেন তিনি।