জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের পদক্ষেপে ৩৬ রিয়েল এস্টেট কোম্পানির নিবন্ধন বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৯:২৮ পিএম
ছবি : সংগৃহীত
রিয়েল এস্টেট খাতে শৃঙ্খলা আনার লক্ষ্যে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ (এনএইচএ) সরকারের অনুমোদন ছাড়া প্রকল্প গ্রহণ এবং নিবন্ধন নবায়ন না করার অভিযোগে ৩৬টি ডেভেলপার কোম্পানির নিবন্ধন বাতিল করেছে। এই সংস্থাটি জনসাধারণকে অনিবন্ধিত ডেভেলপার এবং অননুমোদিত প্রকল্প থেকে প্লট বা ফ্ল্যাট কেনার বিষয়ে সতর্ক করেছে।
বাতিল হওয়া কোম্পানিগুলোর বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা যথাযথ শর্ত মেনে নিবন্ধন নবায়ন করেনি এবং শোনাানিতে অংশ নেয়নি। এতে ‘রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০’ এবং ‘রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা বিধিমালা, ২০১১’-এর শর্ত ভঙ্গ হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তারা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয়েছে।
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ জানিয়েছে, আইন অনুযায়ী, রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনার জন্য নিবন্ধন এবং প্রকল্প অনুমোদন বাধ্যতামূলক। বাতিল হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে: ভিশন ২১ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লি., প্রিমিয়াম হাউজিং এস্টেট লি., এনা প্রপার্টিজ লি., গ্রেট ওয়াল্স ল্যান্ড প্রপার্টি লি., গ্লোরিয়াস প্রপার্টিজ লি. এবং আরও অনেক।

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দ মো. নুরুল বাসির বলেছেন, "আমরা দীর্ঘ বিরতির পর কোম্পানিগুলোর নিবন্ধন পুনর্মূল্যায়ন করেছি। আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলোকে নোটিশ দেওয়া হয়েছিল। তারা শর্ত পূরণ করলে পুনরায় আবেদন করতে পারবে।"
সাধারণ জনগণকে নিবন্ধনবিহীন ডেভেলপারদের প্রকল্প থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।



