
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ১১:৫২ পিএম
একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান বাংলাদেশের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৯:১৪ পিএম

ছবি : সংগৃহীত
বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন জানিয়েছেন, একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাওয়া, আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়া এবং বাংলাদেশের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠকের পর তিনি এ তথ্য জানান।
বৈঠকে বাংলাদেশের দাবি অনুযায়ী পাকিস্তান ৪.৫২ বিলিয়ন ডলার ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা এগিয়ে নিতে সম্মত হয়েছে। এছাড়া, বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে বাণিজ্য, পরিবহন যোগাযোগ উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
আগামী ২৭ ও ২৮ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করবেন বলে জানিয়েছেন মো. জসীম উদ্দিন। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ জানিয়েছেন, অমীমাংসিত ইস্যু নিয়ে অভ্যন্তরীণ আলোচনা অব্যাহত থাকবে। নিয়মিত যোগাযোগের মাধ্যমে দুই দেশের সম্পর্ক উন্নয়ন সম্ভব বলে তিনি মনে করেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বাংলাদেশের উচ্চ শুল্ক আরোপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের মানবিক ও রাজনৈতিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে। এছাড়া, সার্ক সচল করা এবং চলমান সংস্কার ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।