
প্রিন্ট: ২৮ জুলাই ২০২৫, ০৬:৪০ পিএম
সারা দেশে আগামী ৫ দিন বজ্রবৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৬:০৭ পিএম

ছবি : সংগৃহীত
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস-বৃদ্ধি হতে পারে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রথম তিন দিন—বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত—রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টিপাত হতে পারে। তবে এই সময়সীমায় দেশের সর্বত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রবিবার থেকে সোমবার পর্যন্ত, ঢাকাসহ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশকিছু এলাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল অঞ্চলে দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে, যা গরমের অনুভূতি বাড়িয়ে তুলতে পারে।