
প্রিন্ট: ২৯ জুলাই ২০২৫, ০৭:৩৪ পিএম
দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৬:০১ পিএম

ছবি : সংগৃহীত
পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১২টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াছমিনের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কারিগরি ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠক শেষে শিক্ষার্থীরা জানান, মন্ত্রণালয়ের কোনো কার্যকর পদক্ষেপ দেখতে না পাওয়ায় তারা বৈঠকে সন্তুষ্ট নন।
ছাত্র প্রতিনিধি জোবায়ের পাটোয়ারী বলেন, "৮ মাস ধরে আমরা আন্দোলন করছি। আমরা ইচ্ছাকৃতভাবে জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না। তবে সচিবালয়ে গিয়েও কোনো সমাধান পাইনি। আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমরা দ্রুত সমাধানের প্রত্যাশা করছি এবং যতটুকু সম্ভব জনদুর্ভোগ কমিয়ে আন্দোলন চালিয়ে যাব।"
শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো:
- জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের প্রমোশন কোটার (৩০%) বাতিল।
- জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদের জন্য ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি বাধ্যতামূলক করা।
- কারিগরি পদে শুধুমাত্র কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ।
- বিভাগীয় শহরে কারিগরি শিক্ষার্থীদের জন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন।
- মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষা চালু ও ডিপ্লোমা প্রকৌশলীদের শিক্ষক পদে আবেদনের সুযোগ।
- প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ।
বুধবার (১৬ এপ্রিল) সকাল থেকে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।