
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ০৪:৫২ এএম
রাজধানীর যেসব এলাকায় ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে শুক্রবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০১:৪১ পিএম

প্রতীকী ছবি
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমআরটি লাইন-১ এর কাজের জন্য গ্যাস পাইপলাইন স্থানান্তর কার্যক্রম চলায় আগামীকাল শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকায় ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত (মোট ১৪ ঘণ্টা) বসুন্ধরা আবাসিক এলাকার গ্রামীণফোন প্রধান কার্যালয়, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনিক হোটেল, যুক্তরাষ্ট্র দূতাবাস, অনন্ত এনার্জি রিসোর্স, পিনাকল পাওয়ার, প্রগতি সিএনজি, কাওলার বলাকা ভবন থেকে শুরু করে শাহাজতপুরের সুবাস্তু টাওয়ার পর্যন্ত সব শিল্প, বাণিজ্যিক ও ক্যাপটিভ গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, নিকুঞ্জ, খিলক্ষেত, বারিধারা, বসুন্ধরা, কুড়িল, জগন্নাথপুর, কালাচাঁদপুরসহ আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলেও জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।