Logo
Logo
×

জাতীয়

কোটা আন্দোলন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মিছিলে গুলি, আহত ৪

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৫:২৪ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মিছিলে গুলি, আহত ৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মিছিলে গুলি, আহত ৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে চারজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ক্যাম্পাস থেকে মিছিল বের করে কোর্টভবন এলাকা পার হয়ে রায়সাহেব বাজারের দিকে এগিয়ে যায়। সেসময় গলি থেকে মিছিলে গুলিবর্ষণ হয় বলে জানা গেছে।

গুলিবিদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭ ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী অনিক, ম্যানেজমেন্ট বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস জামান, কবি নজরুল কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী হাসিব।

প্রত্যক্ষদর্শীরা ও আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কোর্টভবন এলাকা পার হলে গলি থেকে গুলি বের হচ্ছে। স্থানীয় আওয়ামী লীগের নেতারা এই গুলি করছে।

এ বিষয়ে কোতোয়ালি জোনের এএসপি নজরুল বলেন, গুলির খবর শুনেছি। তবে আমরা এক গ্রুপই মিছিল করতে দেখেছি। অন্য গ্রুপ দেখিনি।

গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসাপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. আরিফ বলেন, চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় ও ১ জনকে ছুরিকাঘাতে আহত অবস্থায় পেয়েছি। গুলিবিদ্ধ চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর ছুরিকাঘাতে আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে পুরান ঢাকার তাঁতীবাজার অবরোধ করে রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। মঙ্গলবার সাড়ে ৩টার দিকে ক্যাম্পাস থেকে বিশাল মিছিল বের করে রায়সাহেব বাজার হয়ে তাঁতীবাজার মোড় অবরোধ করেছে তারা। আন্দোলনে কয়েক হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন