
প্রিন্ট: ০৩ জুলাই ২০২৫, ১০:৪৮ এএম
মিয়ানমার থেকে দেশে ফিরছেন ২০ বাংলাদেশি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১২:৫৪ পিএম
-67fcb10bdf57a.jpg)
ছবি : সংগৃহীত
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ২০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মিয়ানমার। দাবি করা হচ্ছে আটককৃত বাংলাদেশিরা নৌপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন।
রোববার (১৩ এপ্রিল) মিয়ানমারের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
মিয়ানমার দূতাবাস জানিয়েছে, অসাধু দালালরা এসব অপ্রাপ্তবয়স্ক কিশোরদের মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করেছিল। পথিমধ্যে মিয়ানমারের আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে তারা অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হন। মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে এবং তাদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাইয়ের পর বাংলাদেশ দূতাবাস আজকে তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করে। গত কয়েক মাস ধরে তারা মিয়ানমারে আটক ছিলেন।
মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন ২০ জন বাংলাদেশি তরুণের হস্তান্তরের সময় বন্দরে উপস্থিত ছিলেন।
আরএস/