
প্রিন্ট: ০৩ জুলাই ২০২৫, ০৯:০৯ পিএম
ঢাকায় বন্ধ উত্তরবঙ্গের ট্রেন চলাচল, টিকিটের অর্থ ফেরত দিচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০১:১৬ এএম

ছবি : সংগৃহীত
গাজীপুরে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় উত্তরবঙ্গের কোনো ট্রেন ঢাকায় প্রবেশ করতে পারেনি। ফলে ঢাকা থেকে উত্তরবঙ্গের ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এ অবস্থায় বাংলাদেশ রেলওয়ে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিচ্ছে।
রোববার (১৩ মার্চ) রাতে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন যুগেরচিন্তা২৪-কে জানান, “আমরা টিকিট ফেরতের ব্যবস্থা রেখেছি। যারা টাকা ফেরত চাইছেন, তাদের দেওয়া হচ্ছে। দুপুরে বনলতা এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে গেছে। বর্তমানে পদ্মা সেতু দিয়ে চিলাহাটি এক্সপ্রেস চলাচল করছে। তবে অন্যান্য ট্রেন ঢাকায় প্রবেশ করতে না পারায় আমরা সেগুলো চালাতে পারছি না।”
ঢাকা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী কুড়িগ্রাম, দ্রুতযান, লালমনি, পঞ্চগড় এবং পদ্মা এক্সপ্রেস ট্রেনগুলো চলাচল বন্ধ রয়েছে।
প্রসঙ্গত, রোববার দুপুর আড়াইটার দিকে গাজীপুরের সালনা ব্রিজের কাছে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এতে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গে চলাচলকারী ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায়।