Logo
Logo
×

জাতীয়

জাতীয় নির্বাচনের লক্ষ্যে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১০:৫৩ পিএম

জাতীয় নির্বাচনের লক্ষ্যে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার

ছবি : সংগৃহীত

জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (১২ এপ্রিল) বিকেলে তার সরকারি বাসভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের দুই সদস্যের সঙ্গে এক বৈঠকে তিনি এ তাগিদ দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। বৈঠকে কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।

কমিশনের সদস্যরা জানান, সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথকভাবে আলোচনা চলছে। শনিবার পর্যন্ত ৮টি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে এবং আগামী বৃহস্পতিবার বিএনপির সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

সংস্কার কার্যক্রমের বিষয়ে জনমত যাচাই এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এবং সামগ্রিক সংস্কার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জাতীয় নির্বাচনের লক্ষ্যে এই কার্যক্রমকে সফলভাবে সম্পন্ন করার আহ্বান জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন