Logo
Logo
×

জাতীয়

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করলেন মাহমুদুর রহমান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৫:২৫ পিএম

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করলেন মাহমুদুর রহমান

সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করেন মাহমুদুর রহমান। ছবি : সংগৃহীত

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হলো 'মার্চ ফর গাজা' কর্মসূচি, যেখানে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে একত্রিত হন হাজারো মানুষ। শনিবার (১২ এপ্রিল) প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে এই কর্মসূচির মূল মঞ্চে ফিলিস্তিনের পক্ষে ঘোষণাপত্র পাঠ করেন 'আমার দেশ' পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট-বড়, নারী-পুরুষ, নানা বয়সি মানুষ মিছিলসহ সোহরাওয়ার্দী উদ্যানে এসে জমায়েত হন। কর্মসূচিতে রাজনৈতিক দল, ধর্ম-বর্ণ, ও শ্রেণি-পেশা নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেন—ফিলিস্তিনের ওপর চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এক কণ্ঠে প্রতিবাদ জানাতে।

অনুষ্ঠানে বিএনপি, জামায়াত, এনসিপি-সহ নানা রাজনৈতিক দলের নেতাকর্মী, শিল্পী, কবি, সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ একত্রিত হয়ে ইতিহাস সৃষ্টি করেন। তারা এক মঞ্চে দাঁড়িয়ে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হন এবং ফিলিস্তিনের পাশে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সমাবেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেকের নেতৃত্বে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য মোনাজাত করা হয়।  

নেতারা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার মিত্রদের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার দাবি করে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।

এই কর্মসূচি হয়ে উঠেছে ফিলিস্তিনের প্রতি অকুণ্ঠ সমর্থনের একটি ঐতিহাসিক প্রতীক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন