
প্রিন্ট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫ এএম
রেলওয়ে হাসপাতালকে জেনারেল হাসপাতালে রূপান্তরের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১২:০৩ এএম

ছবি : সংগৃহীত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, রেলওয়ের হাসপাতালগুলোতে রেলকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও চিকিৎসাসেবা দেওয়া হবে। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক চুক্তি করা হচ্ছে।
শুক্রবার রাতে চট্টগ্রামে রেলওয়ে পূর্বাঞ্চলের সম্মেলন কক্ষে জলাবদ্ধতা নিরসনকল্পে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
উপদেষ্টা জানান, রেলের হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা খুবই কম, অথচ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর ভিড় এত বেশি যে ফ্লোরেও জায়গা পাওয়া যায় না। এ পরিস্থিতি মোকাবেলায় রেলওয়ে হাসপাতালগুলোকে জেনারেল হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, এসব হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার, সরকারি হাসপাতালের মতো ওষুধ এবং খাবার সরবরাহ করা হবে। রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীদের বর্তমান সুবিধা অব্যাহত থাকবে।
উপদেষ্টা চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা সমস্যার জন্য নগর পিতাদের দায়ী করেন। তিনি বলেন, খালের ওপর বাড়ি ও মার্কেট নির্মাণ করে নগরীর ক্ষতি করা হয়েছে। তবে এই ধারা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
সভায় চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. এম জিয়াউদ্দীনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা ভবিষ্যতে সাংবাদিকদের এ পরিবর্তন ধরে রাখার ক্ষেত্রে ভূমিকা রাখার আহ্বান জানান। এই উদ্যোগগুলো চট্টগ্রামের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।