Logo
Logo
×

জাতীয়

টেকসই বাণিজ্যে নেতৃত্ব দিতে প্রস্তুত বাংলাদেশ : রিজওয়ানা হাসান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৭:২৮ পিএম

টেকসই বাণিজ্যে নেতৃত্ব দিতে প্রস্তুত বাংলাদেশ : রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টেকসই উন্নয়ন ও বাণিজ্যনির্ভর সবুজ প্রবৃদ্ধিতে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ প্রস্তুত। তিনি রপ্তানিকারক ও ভোক্তা উভয়ের স্বার্থ রক্ষায় ভারসাম্যপূর্ণ এবং অংশগ্রহণমূলক বাণিজ্য আলোচনা গড়ে তোলার ওপর জোর দেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর পান্থপথে পানি ভবনে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিওটিও) Enhanced Integrated Framework (EIF)-এর নির্বাহী পরিচালক রত্নাকর অধিকারের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি।

বৈঠকে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা মোকাবিলায় বাংলাদেশের বাণিজ্য স্থিতিশীলতা, আঞ্চলিক সহযোগিতা জোরদার ও সবুজ শিল্পে বিনিয়োগ আকর্ষণ নিয়ে আলোচনা হয়। উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বিকল্প রপ্তানি ও পরিবহন রুট গড়ে তোলা জরুরি এবং অর্থনৈতিক স্বায়ত্তশাসন অর্জনই টিকে থাকার মূল চাবিকাঠি।

রত্নাকর অধিকারী বলেন, বৈশ্বিক বাজারে পরিবর্তনের ফলে তৈরি পোশাকসহ প্রধান রপ্তানি খাত চাপে পড়ছে। তাই দ্রুত রপ্তানিমুখী শিল্প স্থাপন এবং বৈচিত্র্যময় বাণিজ্য অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

তিনি আরও জানান, বাণিজ্য ও পরিবেশ নীতির সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের সুযোগ নিতে পারে। এ প্রসঙ্গে তিনি গাম্বিয়ার ইআইএফ-সহায়তাপ্রাপ্ত সবুজ পুনরুদ্ধার পরিকল্পনার উদাহরণ তুলে ধরেন।

বৈঠকের শেষে উভয় পক্ষ টেকসই বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা এবং সবুজ শিল্পে উদ্ভাবনী সমাধান অনুসন্ধানে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন