
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ১১:৩৭ এএম
‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০১:০০ পিএম
-67f61b8c1f790.jpg)
ছবি : সংগৃহীত
বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সম্মেলনের উদ্বোধন করেন তিনি। এ সামিটে যুক্ত হয়ে ড. ইউনূস বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং বিদেশি প্রতিষ্ঠানগুলোর প্রতি দেশে বিনিয়োগের আহ্বান জানান।
এ সময় বিনিয়োগে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চারটি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেন প্রধান উপদেষ্টা। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নিজে এসব পুরস্কার তুলে দেন। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—ওয়ালটন (দেশি বিনিয়োগকারী), বিকাশ (বিদেশি বিনিয়োগকারী), স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং ফেব্রিকস লাগবে। পাশাপাশি বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যানকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়।
চার দিনব্যাপী বিজনেস সামিটের ২ দিনে ইতোমধ্যে চীন, কোরিয়া, সুইজারল্যান্ড, আমেরিকাসহ বেশ কয়েকটি দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা বিভিন্ন সেক্টরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এ ছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কয়েকটি বিদেশি ব্যাংক ইতোমধ্যে লোনের প্রতিশ্রুতিও দিয়েছে।
আরএস/