
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ০৭:৪৮ এএম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১১:৪৭ এএম

ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
চলমান চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিন আজ বুধবার (৯ এপ্রিল)। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিনিয়োগে বিশেষ অবদানের জন্য ৪টি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—ওয়ালটন (দেশি বিনিয়োগকারী), বিক্যাশ (বিদেশি বিনিয়োগকারী), স্কয়ার ফার্মাসিটিক্যালস ও ফেব্রিকস। এদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন অধ্যাপক ইউনূস।
এছাড়াও, বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যানকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়েছে।
সরকার বর্তমানে ইকোনমিক জোন নির্বাচন প্রক্রিয়ায় জাইকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। পাশাপাশি চারটি প্রধান খাতের সংস্কারের মাধ্যমে দেশে উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ টানার সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে, বাংলাদেশ থেকে ফল ও আলু আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর।
রাই