
প্রিন্ট: ২৮ জুন ২০২৫, ১১:৩৫ এএম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০২:০৮ পিএম

ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশব্যাপী পালিত হচ্ছে ‘নো-ওয়ার্ক, নো-স্কুল’ কর্মসূচি। সোমবার (৭ এপ্রিল) সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ ও ধর্মঘটে অংশ নেয়।
এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ছাত্র সংগঠন ও সাধারণ মানুষ।
ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেন কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে একাত্মতা জানান কলেজটির প্রিন্সিপালও। বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে ‘মার্চ ফর প্যালেস্টাইন’-এর ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মহাখালীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে প্ল্যাকার্ড ও স্লোগানে প্রতিবাদ জানান। ফার্মগেটে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, উত্তরায় রাজউক উত্তরা মডেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন কর্মসূচিতে।
মিরপুর ১০ নম্বরে বিক্ষোভ করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। যাত্রাবাড়ি শহীদি ঐক্য চত্বরে বিক্ষোভ করে জুলাই বিপ্লব পরিষদ। রাজধানীর বিভিন্ন এলাকায় ইসরায়েলবিরোধী স্লোগানে মুখরিত হয় শিক্ষার্থীদের প্রতিবাদ।
ঢাকা ছাড়াও দেশের অন্যান্য জেলায়ও শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।
বরিশাল: স্থানীয় শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে গাজায় মুসলমানদের ওপর গণহত্যার বিচারের দাবি জানান। রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও কর্মসূচিতে যোগ দেন।
খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করেন।
রংপুর: জেলা স্কুল মোড়ে গণজমায়েতে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
ঝিনাইদহ: শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সাধারণ মানুষ।
টাঙ্গাইল: প্রেসক্লাব থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ হয়।
পিরোজপুর: বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা স্থগিত করে মানববন্ধন করেন।
ময়মনসিংহ: টাউন হল মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কৃষ্ণচূড়া চত্বরে শেষ হয়।
সাতক্ষীরা: আসিফ চত্বর থেকে নিউ মার্কেট চত্বর পর্যন্ত বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা।
অন্য জেলাগুলো: রাজশাহী, নাটোর, লক্ষ্মীপুরসহ আরও কয়েকটি জেলায় একই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সর্বস্তরের মানুষ।
সারাদেশব্যাপী শিক্ষার্থীদের এই আন্দোলন গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে জাতীয় স্তরে প্রতিবাদের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।