Logo
Logo
×

জাতীয়

ঈদের টানা ৯ দিনের ছুটির পর সচিবালয়ে প্রাণচাঞ্চল্য

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০১:০৯ পিএম

ঈদের টানা ৯ দিনের ছুটির পর সচিবালয়ে প্রাণচাঞ্চল্য

ফাইল ছবি

টানা ৯ দিনের ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় রাজধানীর সচিবালয়সহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

রোববার (৬ এপ্রিল) সকালে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীরা সহকর্মীদের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। মুখে হাসি, হাতে মিষ্টি—সব মিলিয়ে ঈদের আনন্দে এখনও মেতে আছেন সবাই।

তবে নির্ধারিত ছুটির সঙ্গে অনেকে অতিরিক্ত ছুটি নেওয়ায় প্রথম কর্মদিবসে সচিবালয়ে উপস্থিতির হার কিছুটা কম ছিল। গাড়ি পার্কিং এলাকাও অনেকটাই ফাঁকা। তবে আগামী এক-দুই দিনের মধ্যেই সচিবালয়ে পুরোদমে কর্মব্যস্ততা শুরু হবে বলে ধারণা সংশ্লিষ্টদের।

মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আলী আকবর বলেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো সময় কেটেছে। ঈদে সাধারণত এত লম্বা ছুটি পাওয়া যায় না। তবে আমরা যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি, তাদের ছুটি নেই বললেই চলে। গতকাল থেকেই কাজে নেমে পড়েছি।

উক্ত মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. মামুন হাসান বলেন, ঈদে গ্রামে গিয়েছিলাম। দারুণ সময় কেটেছে। আজ অফিসে এসে সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছি। এতদিন পর কর্মস্থলে ফিরে ভালো লাগছে।

আউটসোর্সিং খাতে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ফয়সাল আহমেদ জানান, ছুটিতে জামালপুর গিয়েছিলাম। ঈদ শেষে তাড়াহুড়ো করে ঢাকায় ফিরেছি। সকালেই অফিসে ঢুকেছি। ঈদের রেশ এখনও রয়ে গেছে।

উল্লেখ্য, গত ৩১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদের দিনসহ মোট পাঁচ দিনের ছুটি নির্ধারিত ছিল—২৯ মার্চ (শুক্রবার) থেকে ২ এপ্রিল (মঙ্গলবার) পর্যন্ত। এর সঙ্গে ২৮ মার্চ ও ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা এবং ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলে সরকারি চাকরিজীবীরা টানা ৯ দিন ছুটি উপভোগ করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন