বাণিজ্য ঘাটতি ও শুল্ক নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১০:৫১ পিএম
ছবি : সংগৃহীত
দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি এবং শুল্ক সংক্রান্ত ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন। শনিবার (৫ এপ্রিল) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত জরুরি বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য আমদানি বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা নিজেই এই আলোচনায় অংশ নেবেন এবং সম্ভাব্য সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করবেন।
বাণিজ্য ঘাটতি কমানোর কৌশল নিয়ে শেখ বশির উদ্দীন বলেন, সয়াবিন তেল, তুলা, মেটাল স্ক্র্যাপ, শিল্প যন্ত্রাংশ এবং জ্বালানি পণ্যসহ বিভিন্ন পণ্য আমদানি করে ঘাটতি কমানোর উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, দেশের অর্থনীতির সামগ্রিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা হবে।
প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান বলেন, এই আলোচনা আকস্মিক নয়। ফেব্রুয়ারির শুরু থেকেই যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। তিনি জানান, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দিয়েছিলেন।
বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, বিডার নির্বাহী আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ আরও অনেকে। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে ইতিবাচক সমাধানের প্রত্যাশা করা হচ্ছে।



