বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০৭:০৭ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। আগামীকাল রোববার (৩১ মার্চ) সকাল ৭টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত এই জামাতগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে বলে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে, যেখানে ইমামতি করবেন পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী। দ্বিতীয় জামাত সকাল ৮টায়, ইমামতি করবেন জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। তৃতীয় জামাত সকাল ৯টায়, ইমামতি করবেন মুহাদ্দিস মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান। চতুর্থ জামাত সকাল ১০টায়, ইমামতি করবেন মুশতাক আহমদ। পঞ্চম ও শেষ জামাত সকাল পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে, ইমামতি করবেন মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।
যেকোনো জামাতে ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মো. জাকির হোসেন ইমামতির দায়িত্ব পালন করবেন।



