Logo
Logo
×

জাতীয়

গাড়ির বহর নিয়ে সমালোচনার জবাব দিলেন সারজিস আলম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১০:৩৭ পিএম

গাড়ির বহর নিয়ে সমালোচনার জবাব দিলেন সারজিস আলম

ছবি : সংগৃহীত

নিজ এলাকা পঞ্চগড়ের আটোয়ারীতে শতাধিক গাড়ির বহর নিয়ে যাওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম অবশেষে তার অবস্থান ব্যাখ্যা করেছেন। মঙ্গলবার (২৫ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

সারজিস আলম লেখেন, "একজন নতুন রাজনীতিক মানেই তার পরিবার সহায়-সম্বলহীন বা নিঃস্ব নয়। আমার সামর্থ্য সীমিত হতে পারে, তবে আমার পরিবার ও আত্মীয়-স্বজনের আর্থিক সামর্থ্য রয়েছে।" তিনি আরও বলেন, "আমার এলাকায় ফেরার সময় এত গাড়ি ও মানুষের উপস্থিতি ছিল তাদের ভালোবাসা ও ব্যক্তিগত উদ্যোগের ফল। অর্ধেকের বেশি গাড়ির খরচ আমাদের বহন করতে হয়নি।"

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন সময়সাপেক্ষ এবং তা ধীরে ধীরে বাস্তবায়ন করতে হবে। "নতুন বন্দোবস্তের দিকে যেতে হলে পুরনো ব্যবস্থাগুলো আপাতত মেনে চলতে হবে। মাঠের রাজনীতিতে টিকে থাকার জন্য প্রতিপক্ষের সঙ্গে লড়াই করার সামর্থ্য থাকা জরুরি," বলেন সারজিস।

চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, "আমরা অনেকেই চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে কথা বলি, কিন্তু এই অভ্যুত্থানের একটি অংশ একই কাজ করছে। তাদের বিরুদ্ধে কথা বলার সুযোগও সীমিত।"

সবশেষে তিনি বলেন, "আমার দাদা যে সম্পদ রেখে গেছেন, তা দিয়ে আমি নির্বাচনও করতে পারব। আমার এলাকায় মানুষের ভালোবাসা ও আকাঙ্ক্ষা আমাকে অনুপ্রাণিত করেছে।"

সারজিস আলমের এই ব্যাখ্যা তার সমালোচকদের প্রশ্নের জবাব দিতে কতটা কার্যকর হবে, তা সময়ই বলে দেবে। তবে তার পোস্টে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন