
প্রিন্ট: ০৫ জুলাই ২০২৫, ০৫:৪৮ এএম
বাজারে ব্রয়লার মুরগির দাম বৃদ্ধি, কেজিতে বেড়েছে ২০ টাকা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৩:৩৬ পিএম

ছবি : সংগৃহীত
রাজধানীর বাজারগুলোতে সবজির দামে কিছুটা স্বস্তি থাকলেও ব্রয়লার মুরগির দাম বেড়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) কারওয়ান বাজার, নিউমার্কেট ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ব্রয়লার মুরগি ২০০-২১০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগির দাম প্রতি কেজি ৩০০-৩১০ টাকায় পৌঁছেছে।
গত সপ্তাহে ব্রয়লার মুরগির দাম ছিল ১৯০ টাকা, যা এখন প্রতি কেজিতে ১০-২০ টাকা বেড়েছে। সোনালি মুরগির দামও প্রতি কেজিতে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা বলছেন, রোজার শেষে মুরগির চাহিদা বৃদ্ধি এবং খামারিদের কম সরবরাহের কারণে এই দাম বৃদ্ধি হয়েছে।
এদিকে চালের দাম আগের মতোই চড়া থাকলেও ডিমের দামে স্থিতিশীলতা দেখা গেছে। প্রতি ডজন ডিম ১১৫-১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত এক মাস ধরে একই দামে রয়েছে। গরুর মাংসের দাম প্রতি কেজি ৭৫০-৭৮০ টাকার মধ্যে রয়েছে।