Logo
Logo
×

জাতীয়

১৯৬ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিল সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৮:৩৭ পিএম

১৯৬ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিল সরকার

ছবি : সংগৃহীত

সরকার ১৯৬ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হয়ে থাকলে, বর্তমান কর্মস্থলের তথ্য উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে।

এছাড়া, কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ বা ভিন্নতর তথ্য পাওয়া গেলে, প্রয়োজনীয় সংশোধন বা আদেশ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যুগ্ম সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা অনলাইনে ইমেইলে জমা দিতে পারবেন।

জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে, বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন